Skip to main content

Posts

Showing posts from April, 2016

কিভাবে নাম ছাড়া ফোল্ডার তৈরী করবেন?

  কিভাবে নাম ছাড়া ফোল্ডার তৈরী করবেন? হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আমি এস.ডি সাগর। আপনি কম্পিউটারে যে ফোল্ডার তৈরি করেন তা কি নাম ছাড়া তৈরি করেছেন কোনদিন।   আজ আমি আপনাদের দেখাব কিভাবে কোন নাম ছাড়া ফোল্ডার তৈরী করা যায়। তো চলুন---- →   একটি নতুন ফোল্ডার তৈরি করুন → Alt প্রেস করে ধরে রাখুন টাইপ করুন 255 → তারপর Enter প্রেস করুন দেখুন নামবিহীন একটি ফোল্ডার ফোল্ডার । একাধিক ফোল্ডার করতে চাইলে Alt প্রেস করে ধরে দুই বা তত বাব 255 প্রেস করে Enter প্রেস করুন

HtmL কি?

HTML এ পরিচিতি HTML এর সংক্ষিপ্ত ইতিহাস   HTML কি ? Elements — the basic building blocks Tags Attributes Named character references Doctype and comments A complete but small document This translation is incomplete. Please help translate this article from English. আপনি ব্রাউজারে যখন একটি ওয়েব পেজ দেখছেন , তখন আপনার সামনে রয়েছে ওয়েব পেজ এর সবচেয়ে সাধারন চেহারাটা , অনেক গুলো শব্দ । এই শব্দ গুলোর সাথে সাধারন বেশ কিছু ডিজাইন সম্পর্কিত ব্যাপার থাকে , যেমন নানা ধরনের ফন্ট সাইজ , কালার । আবার কিছু কিছু ক্ষেত্রে , একটা পেজে আপনি ছবি বা ভিডিও দেখতে পাবেন । আবার অনেক সময় আপনি একটা ফর্ম দেখতে পাবেন , সেখানে আপনি নিজের মতো করে লিখে সার্চ করতে পারেন , অথবা আপনার ইচ্ছে মতো পেজের চেহারা পরিবর্তন করতে পারেন । আবার কখনো কখনো পেইজের কিছু অংশ স্থির থাকে আর কিছু অংশ 

গ্রাফিক্স ডিজাইন শিখে আপনার ক্যারিয়া গড়ুন?

গ্রাফিক্স ডিজাইন আসলে কি? আমাকে যদি প্রশ্ন করেন যে গ্রাফিক্স ডিজাইন আসলে কি? তাহলে আমি আগে বলব এমন কিছু কি আছে যাতে গ্রাফিক্স ডিজাইন নেই?! সব কিছুতে‌ই কোন না কোন একটা  ডিজাইন আছে, পৃথিবী-পৃথিবীর বাইরে সব কিছুতেই একটা ডিজাইন আছে। তা প্রাকৃতিকভাবে হোক বা কৃতিমভাবে। আপনি হয়ত তা দেখার চেষ্টা করছেন না বা খেয়াল করছেন না। একটু খুজে দেখুন কোন জিনিসটায় ডিজাইন নেই! এক কথায় যা কিছু ডিজাইনড সবই গ্রাফিক্স ডিজাইন‍ ।

এসইও কি?

SEO এর পুরো নাম ‍Search Engine Optimization। বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষ তার প্রয়োজনীয় তথ্য খুজে বের করতে সার্চি ইঞ্জিন ব্যবহার করে থাকে। সার্চি ইঞ্জিনে সার্চ করলে  সার্চ ইঞ্চিন তখন তার রেজাল্ট পেজে অনেকগুলো সাইটের ফলাফল প্রদর্শন করে। কোনটি প্রথমে কোন ওয়েবসাইটের নাম হয়ত প্রদর্শন করে ২নং পেজে। যেটি প্রথমে দেখা যাচ্ছে সেটি প্রথমে দেখাচ্ছে কারন সেটিকে এসইও করা হয়েছে। সার্চ ইঞ্জিনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইঞ্জিন হল গুগল। তাছাড়াও Yahoo,Bing, Amazon, Ebey, Twitter, Wikipidia ও উল্লেখযোগ্য। কোন ওয়েবসাইটকে সার্চের প্রথমে প্রদর্শন করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয়, সেটিকে এসইও বলে। সাচ যখন আপনার ওয়েবসাইট সার্চের প্রথমে থাকবে তখন ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি পায়। আর ভিজিটর বৃদ্ধি হলে ইনকামও বৃদ্ধি পায়। ধরুন, আপনি গ্রাফিকস কোর্স করবেন, সেজন্য ট্রেনিং সেন্টার খুজছেন। তাহলে হয়ত আপনি গুগলে লিখবেন graphics training in Bangladesh। তখন সার্চের প্রথমে দেখবেন আমাদের ট্রেনিং সেন্টার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের নাম। আর এটি দেখে হয়ত আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কেউ প্রবেশ করল, এরপর এখান থেক...