Skip to main content

আমার সম্পূর্ণ প্রোফাইল দেখুন



এস.ডি সাগর


কম্পিউটার টেকনেশিয়ান
Kazal Computers
Hitchmi Bazar, Joypurhat

ওয়েব ডিজাইনার ‍& গ্রাফিক্স ডিজাইনার

(পরিচালক)
B. Computers,
Joypurhat

কম্পিউটার শিক্ষক,
যুব উন্নয়ন,
আই সি টি,
it  জোন, সাভার, ঢাকা ।

লেখাপড়াঃ
কোনভাবে স্কুলের গন্ডিটা পার হয়েছি।
ঠিকানা:

জয়পুরহাট, বাংলাদেশ।

-----------------------------------

জীবনের লক্ষ্য
মানুষ হিসেবে সৎ ভাবে বেঁচে থাকা ।
ভাল লাগে-
কাউকে সাহায্য করতে, বন্ধ‍ুদের সাথে আড্ডা দিতে, কোথাও বেড়াতে যাইতে, কবিতা লিখতে, নিজের পরিবারের সাথে সময় কাটাতে...তবে যদিও পরিবারকে বেশি সময় দিতে পারিনা ।

খারাপ লাগে-
গরীব ও অসহায় মানুষদের নির্যাতিত হতে দেখলে, কেউ কথা দিয়ে কথা না রাখলে, নিজের নামে কেউ মিথ্যা কিছু বললে।

ঘৃনা করি-
1. মিথ্যাকে 2. যারা খুব অহংকার করে 3. স্বার্থপর ব্যাক্তিকে

পছন্দের বিষয়-

টেকনোলজি জানতে (সেই ক্লাস থ্রি থেকেই গবেষণা করছি) । (আরও অনেক কিছুই আছে তবে এটাই বেশি)
সমস্যা-
সব মানুষকেই খুব সহজেই বিশ্বাস করি।

চেষ্টা করি-
খারাপ মানুষদের থেকে সবসময় 100 হাত দুরে থাকতে।

অহংকার করি-
আমার জন্মভুমি বাংলাদেশকে নিয়ে।

অবসর কাটে-
অবসর বলে আমার কাছে কিছু নেই...
সারাদিন দৌড়ের উপর থাকি

প্রিয় ব্যাক্তিঃ
মা

প্রিয় সময়-
সময় বলতে তো কিছুই নেই । র‍াতেই যে টুকু পাই..রাতে যখন একা থাকি...

প্রিয় খেলা-
ফুটবল, ক্রিকেট, কেরাম, WW

প্রিয় দল-
বাংলাদেশ (ক্রিকেট) জার্মানি (ফুটবল)

প্রিয় খোলোয়ার-
সাকিব আল হাসান,‍(ক্রিকেট) ক্রিশ্চিয়ানো রোনাল্ড, গ্যারেথ বেল, ডি মারিয়া(ফুটবল) , জনসিনা Roman Raings (WW)


আমি রোজ স্বপ্ন দেখি...
প্রতিদিনই সেই স্বপ্নের জাল
বুনে যাচ্ছিস্বপ্নের
নাগাল পাওয়া সম্ভব
হয়ে উঠেনিস্বপ্নের
ভান্ডারে এক
দুটো স্বপ্ন এমনও
আছে, যা এক
জীবনে বাস্তবতার
মুখ দেখবেনা কখনো
তবুও স্বপ্ন গুলো মনের খাচায়
পোষে রাখি যতন করে! এটা একটা
আজব পাগলামী বলতে পারেন !









Comments

Popular posts from this blog

কোন ওয়েবসাইটে ঢোকার আগে জেনে নিন তাতে ভাইরাস আছে কিনা?

কোন ওয়েবসাইটে ঢোকার আগে জেনে নিন তাতে ভাইরাস আছে কিনা? পোষ্ট টি করেছেন: এস. ডি সাগর ইন্টারনেট এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে । ইন্টারনেটের মাধ্র্যমে আমার এখন অনেক কিছু খুব সহজে্েই পেয়ে ‍যাই ।আমাদের ইন্টারনেট ব্যবহার করতে অনেক  সাইটে ভিজিট করতে হয় । এটা কিন্তু অনেকেরই অজানা যে একটা ওয়েবসাইটে ও অনেক ভাইরাস থাকে । যার মাধ্যমে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করার সম্ভাবনা থাকে । তাই আমি আপনাদের বলছি যে, যে কোন  সাইট ভিজিট করার আগে চেক করে নিন ঐ সাইটে ভাইরাস আছে কি না । এই www.urlvoid.com সাইটটি ভিজিট করে যেকোনো ওয়েবসাইটে ভাইরাস আছে কিনা তা জানতে পারবেন । এজন্য প্রথমে http://www.urlvoid.com এই সাইট এ ঢুকুন । যে ওয়েবসাইটের ভাইরাস চেক করতে চান সেই সাইটের লিংক বা url দিয়ে Scan করে দেখুন ।

লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে অনলাইন থেকে আয় করুন

অনলাইন থেকে আয় করা যায় এটা হয়তো অনেকেই জেনে থাকবেন বিশেষ করে যারা ইন্টারনেট চালান। কিন্তু কথা হচ্ছে কিভাবে আয় করা ‍যায়? কত টাকা আয় করা যায়? এটা কেউ আসলে কেউ অতটা গুরুত্ব দেইনা। অনেকেই ভাবেন অনলাইন আয় আসলে ভুয়া। টাকা মার চলে যায়। এরকম ধারনা যাদের,এটা মোটেও সত্যি নয়। আসলেই অনলাইন থেকে থেকে টাকা আয় করা যায়। আমাদের দেশের অনেকেই অনলাইন থেকে টাকা আয় করে। তবে ভুয়া কোম্পানী যে তা নয়। তবে আপনাকে কাজ করার অবশ্যই সেই মার্কেট প্লেস টার  সম্পর্কে জানতে হবে। আমি যেই যেই মার্কেট প্লেস টার কাজ করি সব গুলোই Trusted কোম্পানী। যেমন: বর্তমান বিশ্বের 1নং মার্কেটপ্লেস হল আপওয়াক (যার পূর্বের নাম ওডেস্ক), ফ্রিল্যান্সার, ফাইবার,  ইলেঞ্চ, গেটএগোটার ইত্যাদি সাইট আছে। এখানে টাকা নিয়ে পালিয়ে যাবে যাওয়‍ার কোন ভয় নেই। এই সাইটগুলোতে বাংলাদেশের অসংখ্য লোক কাজ করে হাজার হাজার টাকা আয় করছে। তবে আমি মূলত আপওয়ার্কেই কাজ করি। কিভাবে আয় করবেন? অনলাইন আয় করার অনেক মাধ্যম রযেছে। সব থেকে ভাল আয়ের পথ হচ্ছে ফ্রিল্যান্সীং করা। এই কাজের কোন বাধ্যতামুলক বলে কিছু  নেই । আপনি  এখানে যেটুকুই কাজ ক...

ওয়েব ডিজাইন শিখুন অনলাইন আয় করুন

অনলাইন মার্কেটপ্লেস গুলোতে উপার্জনের যতগুলো উপায় রয়েছে , তার মধ্যে ওয়েব সাইট ডিজাইন সবচেয়ে চাহিদাপূর্ণ  ও বেশি আয়ের মাধ্যম । বিশ্বের ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান , ব্যক্তিগত , সামাজিক প্রায় সকলেই ক্রমশঃ ইন্টারনেটের দিকে ঝুকেঁ পড়ছে । যারা ইন্টারনেট ব্যবহার করেন , তারা সকলেই চায় তার নিজের নামে একটি ভার্চুয়াল ঠিকানা থাকুক । সে জন্য ওয়েব ডিজাইনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । এ কারণে , ফ্রিল্যান্সিং মার্কেটে যত ধরনের কাজ রয়েছে , তার মধ্যে ওয়েব সাইট ডিজাইন ও ডেভলপমেন্টের কাজই অনেক বেশি । একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার/ডেভলপারের কাজের ক্ষেত্র অনলাইনে এতটাই বিস্তৃত যে , ফ্রিল্যান্সিং এর বিশাল বাজেটের কাজ করে অর্থ উপার্জন করতে পারে , ব্লগিং করে উপার্জন করতে পারে , বিভিন্ন অনলাইন শপিং মার্কেটে নিজের তৈরিকৃত ডিজাইন জমা দিয়ে উপার্জন করতে পারে । এ ধরনের বহুমূখী উপার্জনের রাস্তা খুলে যায় একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার/ডেভলপারের জন্য । শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব সাইট তৈরি জানলেই অনলাইনে মাসে ৫০০ থেকে ১০০০ ডলার উপার্জন সম্ভব । শর্ত হচ্ছে, আপনার সাইট তৈরির দক্ষতা যেন হয় প্রফ...