জয়পুরহাটে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ গুলিবিদ্ধ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ‘১৮ মামলার আসামি’ গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ সানোয়ার হোসেন (৪৫) উপজেলার বিনশিরা গ্রামের নাছের উদ্দীনের ছেলে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাত দল রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় পুলিশের টহলদলের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে।
“পুলিশ আত্মরক্ষার্থে ১০ রাউন্ড গুলি করলে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি ধারালো অস্ত্র ও লোহার রডসহ পায়ে গুলিবিদ্ধ সানোয়ারকে আটক করা হয়।”
তিনি বলেন, সানোয়ারকে প্রথমে জয়পুরহাট সদর হাসপাতালে এবং পরে তার অবস্থার অবনতি হলে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
“এ ঘটনায় আহত এক পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
সানোয়ারের নামে অস্ত্র ও ডাকাতিসহ ১৮টি মমলা রয়েছে বলে ওসি জানান।
Comments
Post a Comment