Skip to main content

Posts

Showing posts from May, 2016

শর্টকাটে যে কোন সফটওয়্যার চালু করুন

আজ শিখুন কিভাবে যে কোন প্রোগ্রাম বা গেমস শর্টকা র্ টে চালূ করবেন ..... যেমন Photoshop, Illustrator ইত্যাদি। আপনিই দিতে পারবেন কোন সফটওয়্যার এর জন্য কোন শর্টকা র্ ট কি. তো চলুন কিভাবে করা যায়.... প্রথমেই Start এ ক্লিক করুন । সেখান থেকে All Programs / Programs এ যান । তারপরে যেকোন একটি এপ্লিকেশনের উপর রাইট ক্লিক করেন মাউসের । যেমন Microsoft Edge   উপর মাউসের রাইট ক্লিক করি । এবার Properties সিলেক্ট করি । তাহলে নিচের উইন্ডোর মত একটি উইন্ডো আসবে । Properties Window এখানে Shortcut Key নামে একটি field দেখা যাচ্ছে ।   আপনি যদি আপনার সটকাট কি A দিতে চান তাহলে A চাপুন । দেখুন সেখানে অটোমেটিক ভাবে Ctrl + Alt + A চলে আসবে । এর মানে আপনাকে সব সময় Ctrl + Alt প্রেস করে হোল্ড করে রেখে আপনার শর্টকাট কী প্রেস করলে কাজ করবে । আর আপনি যদি এই তিনটি কী ইউস করতে না চান , যদি একটা কী শর্টকাট হিসেবে ইউস করতে চান তাহলে আপনি ডানের নিউমেরিক কীপ্যাড হতে যেকোন একটি সংখ্যা চাপুন । ধরলাম আপনি 1 চেপেছেন । তাহলে Ctrl + Alt প্রেস করতে হবে না । মানে আপনি শুধু সেই সংখ্যা প্রে...

**কম্পিউটার দ্রুত গতির করার কিছু টিপস**

**Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন।তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন। যদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন। **কম্পিউটারের র‌্যা ম কম থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার গতি কিছুটা বাড়ানো যায়। ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties-এ যান। এখন Advance-এ ক্লিক করে performance এর settings-এ ক্লিক করুন। আবার Advance-এ ক্লিক করুন। এখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size-এ আপনার কম্পিউটারের র‌্যা মের size-এর দ্বিগুন এবং Maximum size-এ র‌্যা মের size-এর চারগুন দিলে ভাল হয়। ** কন্ট্রোল প্যানেলে যান। Add or Remove-এ দু...

কম্পিউটার চালু ও বন্ধ করা শব্দ বন্ধ করে দিন

কম্পিউটার চালু ও বন্ধ করা শব্দ বন্ধ করে দিন কম্পিউটার বন্ধ এবং খুলার শব্দ বন্ধ করতে নিচের program টি একটি নোটপ্যাড এ লিখুন এবং সেভ করুন pagol.vbs নামে Option Explicit Dim WSHShell, n, MyBox, p, itemtype, Title Set WSHShell = WScript.CreateObject(“ WScript.Shell ”) p = “HKEY_CURRENT_USER\Control Panel\Sound\” p = p & “Beep” itemtype = “REG_SZ” n= “No” WSHShell.RegWrite p, n, itemtype Title = “System Beeps are now Disabled.” & vbCR Title = Title & “You may need to Log off/Log on” & vbCR MyBox = MsgBox(Title,4096,”Finished”) এরপর সেভ করা হয়ে গেলে ফাইল টি ডাবল ক্লিক করুন। এরপর কম্পিউটার restrat মেরে দেখুন আপনার কম্পিউটার এ বন্ধ হতে শব্দ হয় কিনা!

কম্পিউটার ব্যবহার কারীদের জন্য খুব মজার কিছু টিপস

কম্পিউটার ব্যবহার কারীদের জন্য খুব মজার কিছু টিপস !!   প্রিয় পাঠক বৃন্দ আজকে আমি আপনাদের জন্য খুব মজার কিছু কম্পিউটার টিপস নিয়ে হাজির হয়েছে। আপনাদের মধ্যে যারাই কম্পিউটারে লেখা লেখি করেন তাদের জন্য এই পোস্টটি অনেক কাজের একটি পোস্ট। যেমন কম্পিউটারের কীবোর্ড দিয়ে লেখার সময় আমাদের প্রায় সময়ই বিভিন্ন SYMBOL বা চিহ্ন ব্যবহার করতে হয় কিন্তু আমাদের অনেকেই এই চিহ্নগুলো কিভাবে একটি নির্দিষ্ট লেখার ভিতর দিতে হয় তা জানিনা!! তাই আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে খুব দ্রুত কীবোর্ড দিয়ে শটকাট কি ব্যবহার করে যেকোনো লেখার ভিতর বিভিন্ন প্রয়োজনীয় SYMBOL বা চিহ্ন দেওয়া যায়। বন্ধুরা আমরা নিচে একটি লিস্ট দিয়ে দিলাম যেখানে বেশ কিছু প্রয়োজনীয়  SYMBOLS বা চিহ্নের শর্টকাট কী রয়েছে। আপনারা সেখানে দেওয়া নাম্বার গুলো মনে রাখলেই খুব সহজে এই চিহ্ন গুলো লেখার মাঝে ব্যবহার করতে পারবেন। তবে এর জন্য

ওয়েব ডিজাইন

ওয়েব ডিজাইন কি ? ওয়েব ডিজাইন কথাটার অর্থ হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা এক কথাই একটি সম্পূর্ণ ওয়েব সাইট বানানো। যেমন ধরুন ওয়েবসাইটের লে-আউট কেমন হবে । হেডার কেমন হবে, কোথায় মেনু থাকবে , সাইডবার হবে কিনা , ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে, স্লাইডসো থাকবে কিনা ইত্যাদি বিষয় । ভিন্ন ভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কি হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে , তথ্যগুলো কিভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনার এর কাজ । আর এই ডিজাইন করতে ব্যাবহার করতে হবে কিছু প্রোগ্রামিং ।