আজ শিখুন কিভাবে যে কোন প্রোগ্রাম বা গেমস শর্টকার্টে চালূ করবেন.....
যেমন Photoshop, Illustrator ইত্যাদি।
আপনিই দিতে পারবেন কোন সফটওয়্যার এর জন্য কোন শর্টকার্ট কি.
তো চলুন কিভাবে করা যায়....
প্রথমেই Start এ ক্লিক করুন। সেখান থেকে All
Programs / Programs এ
যান। তারপরে যেকোন
একটি এপ্লিকেশনের উপর রাইট ক্লিক করেন মাউসের। যেমন Microsoft Edge উপর মাউসের রাইট ক্লিক করি।
এবার Properties সিলেক্ট করি। তাহলে নিচের
উইন্ডোর মত একটি উইন্ডো আসবে।
Properties Window
এখানে Shortcut Key নামে একটি field দেখা যাচ্ছে। আপনি যদি আপনার সটকাট কি A দিতে চান
তাহলে A চাপুন। দেখুন সেখানে
অটোমেটিক ভাবে Ctrl + Alt + A চলে
আসবে। এর
মানে আপনাকে সব সময় Ctrl + Alt প্রেস করে হোল্ড করে রেখে আপনার শর্টকাট
কী
প্রেস করলে কাজ করবে। আর
আপনি যদি এই তিনটি কী ইউস করতে না চান, যদি একটা কী শর্টকাট হিসেবে ইউস করতে
চান তাহলে আপনি ডানের নিউমেরিক কীপ্যাড হতে যেকোন একটি সংখ্যা চাপুন। ধরলাম আপনি 1
চেপেছেন। তাহলে Ctrl
+ Alt প্রেস
করতে হবে না। মানে
আপনি শুধু সেই সংখ্যা প্রেস করলেই হবে। অর্থাৎ আপনি যদি এলফাবেটিক কোন কী ইউস
করেন তাহলে আপনাকে Ctrl + Alt হোল্ড করে আপনার কী প্রেস করতে হবে। আর নিউমেরিক
কীপ্যাডে সংখ্যা লিখার সময় Num Lock কী প্রেস করে নিউম্যারিক কীপ্যাড
এক্টিভেট করতে ভুলবেন না।
এবার Apply > Ok দিয়ে বেড়িয়ে আসুন। ব্যাস কী
বোর্ড হতে শর্টকাট কী প্রেস করুন আর দেখুন প্রোগ্রাম রান হচ্ছে। এক্ষেত্রে
আমার শর্টকাট কী হচ্ছে – Ctrl + Alt + A
Comments
Post a Comment