Skip to main content

Posts

Showing posts from June, 2016

যেকোন ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করুন সহজেই

যেকোন ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করুন সহজেই : বাংলা টু ইংরেজী, ইংরেজী টু বাংলা । এক কথাই পৃথিবীর সব ভাষা এখানে আছে যেকোন ভাষা যেকোন ভাষায় রুপান্তর করে পড়তে পারবেন। আমরা অনেক সময় ইংরেজী কোন শব্দ বাংলা করার জন্য কোন ডিকশোনারি খুঁজে বেরাই , কিন্তু আমরা সবাই জানি তাতে শুধু একটিই করেই শব্দের মানে পাওয়া যায় কিন্তু ‌আমার এই পোষ্টটি পরে আপনি পুরো একটি দরখস্ত বা   চিঠি বা ইংরেজী বড় যেকোন লেখাই হোক না কেন বড় 

ইন্টারনেট ব্রাউজারের জন্য মজার কিছু কী-বোর্ড শর্টকাট: টিপস:

ইন্টারনেট ব্রাউজারের জন্য মজার কিছু কী-বোর্ড শর্টকাট: টিপস: v       পেজের নিচের দিকে আসতে চাইলে- Spacebar প্রেস করুন । v       লেখাকে ছোট করতে চাইলে- Ctrl + – প্রেস করুন । v       পেজের উপরের দিকে আসতে চাইলে- Shift + Spacebar প্রেস করুন । v       ট্যাব বন্ধ করার জন্য- Ctrl + W প্রেস করুন । v       রিলোড অথবা রিফ্রেস এর জন্য- F5 প্রেস করুন ।

শক্তিশালী Password দিয়ে আপনার কম্পিউটারকে সুরক্ষিত রাখুন

পোষ্টটি করেছেন: এস.ডি সাগর প্রকাশকাল :    25-05-2016 প্রিয় পাঠক বৃন্দরা আমি এস.ডি সাগর....আশা করি সবাই অনেক ভাল আছেন। আমরা কম্পিউটারের সুরক্ষার জন্য অনেক Password এর ব্যবহার করে থাকি। কিন্তু সমস্যা হল এই Password খুব সহজেই হ্যাকার রা হ্যাক করে নেয়। আর কম্পিউটার চালু করতে পারে।

মাউস দিয়েই করে ফেলূন কি-বোর্ডের সব কাজ

পোষ্ট টি করেছেন: এস.ডি সাগর প্রকাশকাল : 03-05-2016 অনেক সময় দেখা ‍যায় কি বোর্ড ঠিক মত কাজ করতে করতে আর করেনা...আবার করে এমন সমস্যা দেখা দেয়, এমনটি হতেই পারে। এজন্য কাজ চলার মত মত সর্টকাট উপায়ে আপনি যে টা করবেন। অনস্ক্রিন কিবোর্ড চালু করতে পারেন    সে জন্য আপনাকে যা করতে হবে....... Start> এ ক্লিক করুন AllPrograms>তার পর Accessories> তার পর Accessibility তে গিয়ে On Screen Keyboard অপশনটি সেটি চালূ করুন। তাহলেই কিবোর্ড কাজ করুক আর না করুক আপনি এই অনস্ক্রিন কিবোর্ড দিয়ে মাউসের সাহায্যে কিবোর্ডের যে কোন কাজ করতে পারবেন।

কোন ওয়েবসাইটে ঢোকার আগে জেনে নিন তাতে ভাইরাস আছে কিনা?

কোন ওয়েবসাইটে ঢোকার আগে জেনে নিন তাতে ভাইরাস আছে কিনা? পোষ্ট টি করেছেন: এস. ডি সাগর ইন্টারনেট এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে । ইন্টারনেটের মাধ্র্যমে আমার এখন অনেক কিছু খুব সহজে্েই পেয়ে ‍যাই ।আমাদের ইন্টারনেট ব্যবহার করতে অনেক  সাইটে ভিজিট করতে হয় । এটা কিন্তু অনেকেরই অজানা যে একটা ওয়েবসাইটে ও অনেক ভাইরাস থাকে । যার মাধ্যমে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করার সম্ভাবনা থাকে । তাই আমি আপনাদের বলছি যে, যে কোন  সাইট ভিজিট করার আগে চেক করে নিন ঐ সাইটে ভাইরাস আছে কি না । এই www.urlvoid.com সাইটটি ভিজিট করে যেকোনো ওয়েবসাইটে ভাইরাস আছে কিনা তা জানতে পারবেন । এজন্য প্রথমে http://www.urlvoid.com এই সাইট এ ঢুকুন । যে ওয়েবসাইটের ভাইরাস চেক করতে চান সেই সাইটের লিংক বা url দিয়ে Scan করে দেখুন ।