পোষ্টটি করেছেন: এস.ডি সাগর
প্রকাশকাল : 25-05-2016
প্রিয়
পাঠক বৃন্দরা আমি এস.ডি সাগর....আশা করি সবাই অনেক ভাল আছেন।
আমরা
কম্পিউটারের সুরক্ষার জন্য অনেক Password এর ব্যবহার করে থাকি। কিন্তু সমস্যা হল এই
Password খুব সহজেই হ্যাকার রা হ্যাক করে নেয়। আর কম্পিউটার চালু
করতে পারে।
তবে
আজ আপনাদের একটা এমন টিপস দিচ্ছি যা করলে হ্যাকাররা আপনার কম্পিউটার Password হ্যাক করতে পারবে না।
কিভাবে
একটি পাসওয়ার্ড এর সফটওয়্যার তৈরী করে আপনার কম্পিউটারকে সুরক্ষিত রাখবেন ???
তো
চলুন......
প্রথমে
start এ ক্লিক করুন
তারপর Run এ গিয়ে cmd লিখে Enter
টাইপ করুন syskey
তারপর enter প্রেস করুন
তারপর Update অপশনে ক্লিক করে আপনার পছন্দমত Password
দিতে পারেন।
আশা করি বুঝতে পেরেছেন....
আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে
জানাতে ভুলবেন না।
তাছাড়া যে কোন টিপস পেতে আমাকে
জানাবেন আমি টিপস আমাদের ওয়েবসাইটে পোষ্ট করে দেব।
ধন্যবাদ.............
Comments
Post a Comment