ধরুন পরিচিত বা অপরিচিত যে কেউই হউনা কেন আপনাকে ই-মেইল করেছে। আপনি ইমেইল থেকে তার আইপি ঠিকানা জানতে পেরেছেন। এখন আপনি যদি যে কোথায় আছে বা তার দুরত্ব আপনার থেকে কতদুর, সেটা আপনি জানতে পারবেন আইপি দিয়ে। আপনার আইপি ঠিকানা প্রেরকের আইপি ঠিকানায় অবস্থান কোথায় এবং একটি থেকে অন্যটির দুরত্ব কত, এমনকি এ দুরত্ব অতিক্রম করতে পায়ে হেটে বা গাড়িতে অথবা বিমানে কত সময় লাগবে সবকিছুই জানতে পারবেন। দুটি আইপির দুরত্ব বের করবে। www.ip-adress.com/ipaddressdistance এই লিংকে যেতে হবে। গেলে দেখতে পাব একটু নিচে বা পাশে Ip Address or host No-1 এ আপনার আইপি ঠিকানা দেখতে পাবেন। Ip Address or host No-2 এ অন্য আইপি ঠিকানা দিয়ে Show Distance বাটনে ক্লিক করুন
আমরা তরুন আমরাই গড়তে পারি ডিজিটাল বাংলাদেশ