অনলাইন থেকে আয় করা যায় এটা হয়তো অনেকেই জেনে থাকবেন বিশেষ করে যারা ইন্টারনেট চালান। কিন্তু কথা হচ্ছে কিভাবে আয় করা যায়? কত টাকা আয় করা যায়? এটা কেউ আসলে কেউ অতটা গুরুত্ব দেইনা। অনেকেই ভাবেন অনলাইন আয় আসলে ভুয়া। টাকা মার চলে যায়। এরকম ধারনা যাদের,এটা মোটেও সত্যি নয়।
আসলেই অনলাইন থেকে থেকে টাকা আয় করা যায়। আমাদের দেশের অনেকেই অনলাইন থেকে টাকা আয় করে। তবে ভুয়া কোম্পানী যে তা নয়। তবে আপনাকে কাজ করার অবশ্যই সেই মার্কেট প্লেস টার সম্পর্কে জানতে হবে। আমি যেই যেই মার্কেট প্লেস টার কাজ করি সব গুলোই Trusted কোম্পানী। যেমন: বর্তমান বিশ্বের 1নং মার্কেটপ্লেস হল আপওয়াক (যার পূর্বের নাম ওডেস্ক), ফ্রিল্যান্সার, ফাইবার, ইলেঞ্চ, গেটএগোটার ইত্যাদি সাইট আছে। এখানে টাকা নিয়ে পালিয়ে যাবে যাওয়ার কোন ভয় নেই। এই সাইটগুলোতে বাংলাদেশের অসংখ্য লোক কাজ করে হাজার হাজার টাকা আয় করছে। তবে আমি মূলত আপওয়ার্কেই কাজ করি।
কিভাবে আয় করবেন?
অনলাইন আয় করার অনেক মাধ্যম রযেছে। সব থেকে ভাল আয়ের পথ হচ্ছে ফ্রিল্যান্সীং করা। এই কাজের কোন বাধ্যতামুলক বলে কিছু নেই । আপনি এখানে যেটুকুই কাজ করবেন তার পারশ্রমিকই আপনি পেয়ে যাবেন। এক কথায় বলা যেতে পারে এটা একটা স্বাধীন কাজ।
কি কি কাজ শিখবেন?
এখানে বলতে গেলে এক কথায় কম্পিউটারে করা যায় এমন যে কোন কাজ পাওয়া যায়। এখন আপনাকে বেছে নিতে হবে আপনি কি কাজ করবেন। নতুনদের জন্য গ্রাফিক্স ডিডাইন, ফটোগ্রাফি, এসইও, ভিডিও এডিটিং, ই-মেইল মার্কেটিংর কাজ উল্লেখযোগ্য।
ক্যারিয়ার হিসাবে গ্রাফিক্স ডিজাইন একটি সম্ভাবনাময় পেশা। অনলাইন আউটসোর্সিং মার্কেটপ্লেসে এর চাহিদা অপরিসীম।
কাজগুলো কিভাবে শিখবেন?
এই কাজ গুলো শিখতে আপনার খুব বেশি সময় লাগবেনা। Just 03 মাসের একটা কোর্স করলে মোটামুুটি একটা কাজ করার ধারনা আপনার আশা করি হয়ে যাবে।
আর সকল টিউটোলিয়াল গুলো তৈরি হচ্ছে কিছু দিনের মধেই রিলিজ হবে..
তবে আসল একটা কথা বলে রাখি আপনি আমাদের কাছে আর যেখানেই হক কাজ শিখেছেন, শিখেই আপনি আয় করার জন্য উঠে পরে লেগেছেন এখানে আমি বলে রাখি এমনটা করবেননা। আপনি কাজ হয়তো ফটোসপের কাজ বা গ্রাফিক্স এর কাজ শিখেছেন কাজ শেখার পর অনলাইনে আয় করতে আসার আগে অন্তত 1 মাস নিজেই কাজটা প্র্যাকটিস করবেন। নিজেই নিজের কাজ করেন কম দানে কাউকে কাজ করে দেন, দরকার হলে কাউকে ফ্রিতে কাজ করে দেন। অন্তত একটু অভিজ্ঞতা অর্জন করেন। তারপরেই আযের কথা ভাবেন।
আমাদের কোর্সের বৈশিস্ট্য:
* সঠিক গাইড লাইন
* 50 টারও বেশি প্রজেক্ট তৈরী প্র্যাকটিকালে
* কোন কাজ একবার না বুঝলে বারবার বুঝিয়ে দেওয়া
* ইচ্ছামত সময় দিয়ে শি
Comments
Post a Comment